banglanewspaper

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার ইউআরসিতে প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণের ১ম ব্যাচ গত ২৩ মে তারিখে শুরু হয়েছে। বৃহস্পতিবার ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিবস অনুষ্ঠিত হয়।

সমাপনী দিবসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা রহমান প্রশিক্ষণটি পরিদর্শন করেন। তিনি তাঁর বক্তব্যে মানুষ গড়ার কারিগর শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিভাবে কচি-কাঁচা শিশুদের ভাল ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে বিশদ পরামর্শ প্রদান করেন।

তিনি উন্নত বিশ্বের জাপানী শিশুদের অভিজ্ঞতা বর্ণনা করে প্রকৃতির এবং বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষা প্রদান বিষয়ে তাঁর জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন।

এসময় বগুড়া সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের সহায়ক হিসেবে ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মোমিনুল ইসলাম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাজেদুল ইসলাম। 
 

ট্যাগ: banglanewspaper প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ