banglanewspaper

দুস্থ, অসহায়, অনাথ ও এতিম শিশুদের পরম নির্ভরতার সংগঠন "পথচলা ফাউন্ডেশন"- এর উদ্যেগে যশোরের ধর্মতলা সংলগ্ন বস্তি এবং এতিমখানায় ৭০জন শিশুকে নতুন বস্র প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাসিবুর রহমান হাসিব, যুগ্ম-সাধারণ সম্পাদক আলীনুর রহমান রানা, সহ-সভাপতি তাজিনুর রহমান ওশান, খালিদ হাসান, মোহাইমিনুল, আবুবকর, ইশরাত জাহান ইশী সহ আরো অনেকে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ,সরকারী এম.এম. কলেজ সহ দেশের স্বনামধন্য বিদ্যাপীঠের একঝাক উদ্যমী তরুণের সমন্বয়ে প্রতিষ্ঠিত " পথচলা ফাউন্ডেশন"।

প্রতিষ্ঠালগ্ন থেকেই নানাবিধ সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠন টি।

ট্যাগ: banglanewspaper ঈদ