banglanewspaper

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটি পাড়া গ্রাম থেকে আসমা (৫০) নামের বাক-বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

পরে স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আসমা ভিটি পাড়া গ্রামের গিয়াস উদ্দিন কাইয়্যার মেয়ে। সে জন্ম থেকেই বুদ্ধি ও বাক প্রতিবন্ধী। গতকাল (রোববার) সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। 

পরিবারের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক কায়সার আহম্মেদ জানান, আসমা গতকাল (রোববার) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের স্বজনেরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও তাঁর কোন সন্ধান মেলেনি।

পরে সকালে নিজেদের পুকুরে আসমা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: Banglanewspaper শ্রীপুর ভাসমান মরদেহ