banglanewspaper

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিঙ্গাপুরের সানতোসা দ্বীপের কাপেলা হোটেলে গতকাল মঙ্গলবার ঐতিহাসিক সম্মেলনে বসেন ট্রাম্প ও কিম।

একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়। বৈঠকের পর সিঙ্গাপুরে সংবাদ সম্মেলনে কোরিয়া উপদ্বীপে ওই যৌথ মহড়াকে খুবই উসকানিমূলক এবং ব্যয়বহুল বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

উত্তর কোরিয়াকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া প্রতিবছরই নিয়মিত এ সামরিক মহড়া অনুষ্ঠান করে আসছে। এ মহড়াকে যুদ্ধের উসকানি বলেই মনে করে উত্তর কোরিয়া।

একে স্পষ্টতই বড় ধরনের ছাড় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠককে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।

ট্যাগ: bdnewshour24 ট্রাম্প