banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান রবীন: মাগুরা-নড়াইল সড়কের মাগুরা সদরের মীরপাড়া এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় ইমন হোসনে (২৫) নামে এক বিদ্যুৎ শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও হাফিজুর রহমান (৩০) নামে অপর একজন আহত হয়েছেন।

নিহত বিদ্যুৎ শ্রমিক ইমন যশোরের মনিরামপুর এলাকার ইকবাল হোসনের পুত্র।

সদর থানার এসআই সাহাবুর রহমান জানান, একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে বিদ্যুতের খাম্বা স্থাপনের কাজে নিয়োজিত ওই দুই বিদ্যুৎ শ্রমিক সকাল ১০ টার দিকে শহর থেকে শ্যালো ইনজিন চালিত নসিমনে করে বিদ্যুতের খুটি পোতার কাজের জন্য যাচ্ছিলেন, মীরপাড়া এলাকায় কর্মস্থলের কাছাকাছি পৌছালে বিপরীতমুখি একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এ সময় নাসিমন  থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বিদ্যুৎ শ্রমিক ইমন হেসেনের মৃত্যু হয়। আহত হন তার অপর এক সহকর্মী হাফিজুরকে আংশংকাজনক অস্থায় মাগুরা সদর হাসসপাতালে ভর্তি করা হয়েছে।  
 

ট্যাগ: banglanewspaper সড়ক দুর্ঘটনা