banglanewspaper

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে মাদকাসক্ত ছোট ভাইয়ের দায়ের কোপে আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত বড় ভাই নজরুল ইসলাম (৪৫) কালারমার ছড়া ফকিরজুম পাড়া গ্রামের মৃত কবির আহমদের পুত্র।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্র জানা যায়, গত ৬ জুন (বুধবার) সকালে পারিবারিক বিরোধের জের ধরে মাদকাসক্ত ছোট ভাই আবছার দা দিয়ে বড় ভাই নজরুল ইসলাম প্রকাশ আবুকে মাথায় কোপ দেয়। এতে গুরুতর আহত নজরুলকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মেট্টোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৬ দিন আইসিইউতে থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

ট্যাগ: Banglanewspaper কক্সবাজার দায়ের কোপ