banglanewspaper

কুড়িগ্রাম প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত দেশ বরেন্য রাজনীতিক বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট জাহিদুল হক মিলু আর নেই।

তিনি আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

গত ১৩ মে জাহিদুল হক মিলু কুড়িগ্রাম-উলিপুর সড়কের অর্জুনডারা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বঙ্গবন্ধ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় ১ মাস লাইফ সাপোর্টে থাকার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আজ দুপুর ১২টায় লাইফ সার্পোট খুলে দিলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। রাজনীতিতে সক্রিয় থাকার কারনে তিনি চিরকুমার জীবন-যাপন করেন। তার বাড়ী কুড়িগ্রামের পুরাতন পোষ্ট অফিস পাড়ায়। তার মৃত্যুতে কুড়িগ্রাম জেলার রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: Banglanewspaper সড়ক দুর্ঘটনা বাসদের কেন্দ্রীয় নেতা