banglanewspaper

কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছেন ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

শুক্রবার (১৫ জুন) বিকালে উপজেলার আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক মুরাদউদ্দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুমতি ব্লাড ডোনার ক্লাবের সভাপতি বেলাল সানি ও যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষাণ কেন্দ্র লোহাগড়ার আঞ্চলিক পরিচালক কাজী আশরাফ।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মোঃ কামরুল হাসান (১৯৮৮ ব্যাচ) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ চেঙ্গীশ খান (১৯৮৯ ব্যাচ) কে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন এ.টি.এম. সালাহউদ্দীন, থান্দার খায়রুল হাসান, মোঃ মাহাফুজুর রহমান, আ.ন.ম শহীদুর রহমান, চঞ্চল মাহমুদ, আলী সাহাব, আহসান হাবিব, শেখ মোঃ রাসেল, ইকতিয়ার রহমান, ওবায়দুর রহমান, সাইফুল্লাহ অভি, সৈয়দ রমজান হোসেনসহ ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সুধিজন।

অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে সার্বিক সহযোগিতা করেন ইমার্জিং লিডারশীপ নড়াইল-২।

ট্যাগ: banglanewspaper লক্ষ্মীপাশা