banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান রবীন: পুলিশী বাধায় সংক্ষিপ্ত বিক্ষোভ-সমাবেশ করেছে মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার তারা দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের  আয়োজন করে। 

সকাল ১১ টায় শহরের জেলা পাড়া থেকে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা জজ আদালতের সামনে প্রধান সড়কে যাওয়ার আগেই পুলিশী বাধার মুখে পড়ে। পরে বিএনপি নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি কবীর মুরাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  আক্তার হোসেন, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম প্রমুখ।

ট্যাগ: banglanewspaper পুলিশী বাধা মাগুরা