banglanewspaper

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঈদের ছুটি শেষে  আবাসিক হলসমূহ খুলছে আজ শনিবার। সকাল ১০টায় হল গুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়। 

এছাড়াও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার।

তিনি জানান, গ্রীষ্মকালীন, রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৬ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়। এরপর গত ১১ জুন থেকে আবাসিক হল এবং ১২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ছুটি শুরু হয়ে ২১ জুন পর্যন্ত বন্ধ থাকে। তবে ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ জুন রোববার থেকে অফিসসমূহ যথারীতি চলবে।

একই দিন থেকে ক্লাস-পরীক্ষা চালু হওয়ার সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবহনের বাসও বিভিন্ন রুটে যথারীতি চলাচল করবে বলে জানান তিনি

ট্যাগ: banglanewspaper রাবি ক্লাস শুরু