banglanewspaper

ইচ্ছায় চাকরি থেকে অবসরে গেলেন জনপ্রশাসন সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়েজ আহম্মদ। এর আগে তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়টির উপসচিব মো. তমিজুল ইসলাম খানের সই করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ৯ (১) ধারা অনুযায়ী ৩০ জুন, ২০১৮ তারিখ থেকে তাঁকে সরকারি চাকরি থেকে স্বেচ্ছা অবসর দেওয়া হলো।

বিধি অনুযায়ী মোজাম্মেল হক খান ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ অবসরজনিত অন্য সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফয়েজ আহম্মেদের স্থানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনকে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ট্যাগ: banglanewspaper সচিব