banglanewspaper

অবশেষে সোমবার (২৫ জুন) দুপুরের দিকে নেমে এলো স্বস্তির বৃষ্টি।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত  বৃষ্টি চলছিল।

দুপুর ১টা থেকে রাজধানীর আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়। সোয়া ১টার দিকে দিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরলেও দেড়টার পর থেকে মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গে গগণবিদারী মেঘের ডাকও শোনা যায়। 

তাপদাহের পর এই বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি মিলেছে নগরবাসীর। বৃষ্টি ভ্যাপসা গরম কমালেও বাইরে বের হওয়া অনেকেই পড়েছেন ভোগান্তিতে।

ফার্মগেটে দাঁড়িয়ে থাকা সাব্বির রহমান ও মিশু রহমান দম্পতি জানান, বৃষ্টির সময় খুঁজেও একটা সিএনজি না পেয়ে তাদের সপরিবারে ভিজতে হয়েছে।

এদিকে বৃষ্টিতে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ওয়ারী, গুলিস্তান, মতিঝিল, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ট্যাগ: banglanewspaper বৃষ্টি