banglanewspaper

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের শুরুতেই মেক্সিকোর কাছে হেরে অঘটন ঘটিয়েছিল জার্মানি। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আবারও লজ্জার হার নিয়ে আসর থেকেই বিদায় নিল গেল বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

গতকাল অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে জোয়াকিম লোর দলকে।

ম্যাচ শেষে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করলেন জোয়াকিম লো। তিন জানান, ম্যাচের আগে তাদের এতটাই আত্মবিশ্বাস ছিল যে, তারা ভেবেছিল বাটনে চাপ দিবে আর জিতে যাবে।

ম্যাচের পরবর্তী সংবাদ সম্মেলনে শুরুতেই গ্রুপ ‘এফ’ থেকে নক-আউট পর্বে যাওয়া মেক্সিকো এবং সুইডেনকে ধন্যবাদ জানান জার্মান কোচ জোয়াকিম লো। তিনি বলেন,‘আসর থেকে বাদ পড়ার হতাশা অনেক। আমাদের দুই প্রতিপক্ষ গ্রুপ পর্ব পার করেছে, তাই শুরুতেই তাদের অভিনন্দন জানানো দরকার। চলতি আসরে আসলে আমরা জয়ের এবং শেষ ষোলতে যাওয়ার যোগ্যই ছিলাম না। যেতে চাই নি বলে ছিটকে গেছি তা নয়। বরং আমাদের কোন ভাবে এগিয়ে যাওয়ার সুযোগই ছিল না।’

নিজেদের আত্মবিশ্বাসকে দোষ দিয়ে জার্মান কোচ বলেন,‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম। আমরা এই ম্যাচকে যেন মনে করেছিলাম, বাটনে চাপ দেব আর জিতে যাবো। যার কারণে এমটা হলো। এই হারের দায় অবশ্যই আমি নেব।’

ট্যাগ: Banglanewspaper বিশ্বকাপ জার্মানি