banglanewspaper

মোস্তাফিজুর রহমান, রবগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিশখালী নদীতে গোসল করতে নেমে শ্রাবন (১০) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।

পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাটের পাশের ঘাটলায় ২৮ জুন বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুলছাত্র শ্রাবনের বাবার নাম মাইন উদ্দিন।

স্থানীয়রা জানান, নানা বাড়ি বেড়াতে এসে সকালে তিনজন শিশুর সাথে বাড়ির পাশের বিশখালী নদীর কাকচিড়া লঞ্চঘাটের পাশের ঘাটলায় গোসল করতে যায় শ্রাবন। এ সময় জোয়ারের পানির স্রোতে শ্রাবন ভেসে যায়।

কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু বলেন, নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ট্রলার নিয়ে শিশুটিকে খোঁজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাথরঘাটা স্টেশনের ফায়ারম্যান মো. কামাল হোসেন বলেন, উদ্ধার অভিযান অভ্যাহত আছে। এছাড়া বরিশালের একটি ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে।

ট্যাগ: Banglanewspaper পাথরঘাটা