banglanewspaper

কাজী আশিকুল ইসলাম, ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -১৮ এর পৌরসভা পর্যায়ের ফাইনাল  খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮ জুন সোমবার বিকাল ৫ ঘটিকার সময় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও মটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন’র সঞ্চালনায় , এতে প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা। খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার গনি আহম্মদ ও মোঃ শাহ আলম।  স্বাগত বক্তব্য রাখেন, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।   এসময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, জাহাঙ্গীর আলম, হাছিনা আক্তার শিউলি।

অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, মটুয়া (দ:)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেনা আক্তার,  ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক ইকবাল হোসেন, , মির্জার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আরিফ খন্দকার কাঞ্চন, পুর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, মটুয়া (দ:) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র সুত্রধর, দক্ষিণ সতর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদ উল্লাহ, পুর্ব বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, দক্ষিণ যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা আক্তার প্রমুখ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

ফাইনাল খেলায় ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক) ২-০ গোলে দক্ষিণ মটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
   
বালিকাদের ক্ষেত্রে পূর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পূর্ব বাশঁপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে

ট্যাগ: banglanewspaper ছাগলনাইয়া