banglanewspaper

সৈয়দা কুমকুম খায়ের

.......................................................

 

জানালার পাশে, দাঁড়িয়ে ছিলাম

দেখে ছিলাম, শুধু তোমায়

কি অবাক করা মিল, তোমার আর আমার

খুঁজে পায়নি পৃথিবীর, কেহ তা। 

 

তোমার জন্য আমি বেঁচে আছি,

আমার জন্য তুমি।

তুমি পারোনা, আসিতে কাছে আমার

দুঃখ তোমার সেখানেই। 

 

চারদিকে কালো মেঘে,

ছেয়ে গেছে অন্ধকারে, 

আমিও ছুটে যাই, তোমার কাছে,

একটু শান্তির আশা তে।

 

হঠাৎ বজ্রপাতে আমিও থেমে যায়

আসতে পারিনি তোমার ছায়াতে

কি নিষ্ঠুর রীতি জগৎ বিধাতার

মিলতে দেয় না কিছুতে।

 

তবু তুমি আজো বেঁচে আছো

আকড়ে ধরে এই মাটিরে,

এই মাটির বুকেতে, আমি ও ছিলাম

নিশ্বাস  ছিলো যতক্ষণ দেহে।

 

মিলন হলো সেদিন  দুজনার,

যে দিন দেহ হলো নিঃশ্বাস বিহীন। 

 

দিল না সেদিন  ঠাঁই,

মাটির বুকেতে হায়!

তোমার বুকেতে লইয়া,

লুকাইয়া আসিলে মাটির নিচেতে আমায়।

 

     চারা হয়ে তুমি আবার জাগিয়া উঠিলে, 

দাঁড়িয়ে গেলে তুমি, আমার সমাধির উপরে।

কেউ যেন, ধ্বংস করিতে না পারে, 

মাটির নীচেতে আমায়।

ট্যাগ: Banglanewspaper সৈয়দা কুমকুম খায়ের বৃক্ষ