banglanewspaper

শাফিউল কায়েস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কালিকা বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম গৌতম পান্ডে (৯)। সে ওই এলাকার গোপাল পান্ডের ছেলে।

জানা যায়, সাঁতার না জানা ঐ মৃত শিশু দুপুরের সময় নিজেদের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। দীর্ঘক্ষণ তাকে বাড়ির কোথাও দেখতে না পাওয়ায়। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্দেহের জেরে  বাড়ির লোকজন তাকে পুকুরের তল থেকে উদ্ধার করে। অতঃপর কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গত মাসে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু ঘটে একই উপজেলায়। সোমবার (১৮ জুন) সকাল সাড়ে ১১ টায় কোটালিপাড়া উপজেলার মাচারতারা গ্রামে খালের পানিতে ভাসমান অবস্থায় সৌরভ বাড়ৈ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, ‘শিশুটি মাচারতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির একজন ছাত্র। তার বাবা মাচারতারা গ্রামের কাঠমিস্ত্রি সঞ্জয় বাড়ৈ এবং মা অঞ্জনা বাড়ৈ অন্যের বাড়িতে কাজ করেন।’

রোববার (১৭ জুন) সৌরভ তার মায়ের সঙ্গে প্রতিদিনকার মতো কাজ করতে বাইরে যায়।  সেখানে মায়ের কাজে সমস্যা হওয়ায় দুপুরের দিকে ছেলেকে বাড়ি চলে যেতে বললে, সে বাড়ি যাবার পথে খালের উপর বাঁশের সাকো পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। (১৮ জুন ) রোজ সোমবার  সকালে পানির মধ্য থেকে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ট্যাগ: Banglanewspaper কোটালীপাড়া শিশুর মৃত্যু