banglanewspaper

আমার কাছে পূজার অভিনয় প্রচন্ড ভালো লেগেছে। ওর অভিনয় দেখে মনে হচছিলো আমি অভিনয় করছি। আমি আসতে তেমন ইমোশনাল না কিন্তু আমার চোখ দিয়ে পানি বের করতে পেরেছে পোড়ামন ২ সিয়াম পূজার অভিনয় অসাধারণ। সে আরো বললো এই সিনেমাতে আপনারা সালমান শাহকে ফিরিয়ে এনেছেন। কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের একসময়য়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস-এ ঈদে মুক্তি পাওয়া পোড়ামন-২ চলচ্চিত্রের গেট টুগেদার অনুষ্ঠানে শাবনূর এ কথা বলেন। 

শাবনূর নির্মাতার প্রশংসা করে বলেন, 'নতুন নির্মাতা হিসেবে রায়হান রাফি খুবই চমৎকার একটি ছবি উপহার দিয়েছে। দর্শকেরাও ছবিটি উপভোগ করছেন বলেই শুনেছি। সিয়ামের অভিষেক সিনেমা হিসেবে বলবো সে অনেক ভালো করেছে।'

জাজ মাল্টিমিডিয়া আয়োজিত এই অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা মৌসুমী, মৌসুমী হামিদ, মুমতাহীনা চৌধুরী টয়া, নির্মাতা দীপংকর দীপন। এছাড়াও উপস্থিত ছিলেন, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, কুশীলব সিয়াম, পূজা, বাপ্পারাজ ও শিশু শিল্পী নমনী এবং সামির খান।

ট্যাগ: banglanewspaper পোড়ামন-২ শাবনূর