banglanewspaper

নিজস্ব প্রতিবেদক : রাজধানী বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকের চালক আহত হয়েছেন।

বুধবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফুয়াদ তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা খাতের কোম্পানি এডিএন টেলিকমের রেভিনিউ অ্যাসুরেন্স বিভাগের সিনিয়র অফিসার ছিলেন। 

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, এক পাঠাও (মোবাইল অ্যাপভিত্তিক মোটরসাইকেলে রাইড শেয়ারের সেবা প্রতিষ্ঠান) চালক তার যাত্রীকে নিয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে যাওয়ার সময় বিআরটিসির একটি দোতলা বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঠাও যাত্রী নাজমুল হাসানের মৃত্যু হয়।

এসআই আরো জানান, দুর্ঘটনায় পাঠাও চালক আহত হন। তবে গুরুতর নয়।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ: banglanewspaper বিআরটিসি পাঠাও