banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার অঞ্চল কর্তৃক প্রান্তিক কৃষকদের গবাদিপ্রাণী ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা, কৃমিনাশক ও অসুস্থ্য গবাদিপ্রাণী ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া আলাল শিকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়।

আরভিএন্ডএফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভার এর ব্যবস্থাপনায় এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন কর্ণেল এসএম আজিজুল করিম হুসাইনী। 

একদিনের এই চিকিৎসা ক্যাম্পে ২০১৫টি গরু, ৭৬টি মহিষ, ৫৬৬টি ছাগল/ভেড়া ও ১২৫০০টি হাঁস-মুরগীকে বিনামূল্যে টিকা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। কালিয়াকৈর উপজেলা প্রাণীসম্পদ বিভাগ উক্ত ক্যাম্প পরিচালনায় সহযোগীতা করেন। 

চিকিৎসা ক্যাম্পে এসময় উপস্থিত ছিলেন, লে. কর্ণেল মুহাম্মদ রেজাউল করিম, মেজর প্রকাশ কুমার দাস, মেজর প্রণব কুমার দাস ও ক্যাপ্টেন ওমর ফারুক। এছাড়া চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর সাভার অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

ট্যাগ: Banglanewspaper কালিয়াকৈর হাঁস-মুরগী সেনাবাহিনী