banglanewspaper

স্বরূপকাঠী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম রেজাউল করিম গতকাল বিকেলে সুটিয়াকাঠি ইউনিয়ন আওয়ামীলীগ অফিস পরিদর্শন কালে এ কথা বলেন।

পিরোজপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের এ নেতা দিনভর স্বরুপকাঠি সন্ধা নদীর বিভিন্য স্থানে দলের হয়ে প্রচার প্রচারণা চালান। সকালে শহীদ স্মৃতী বিএম ডিগ্রী কলেজ সোহাগ দলের একাদশ শ্রেনীর নবীণবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।

কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সচিব আলহাজ এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, সুটিয়াকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন ব্যাপারী সহ প্রমুখ।

বিকেলে সুটিয়াকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে উপস্থিত কয়েকশত নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বক্তব্য প্রদান করেন। এখান থেকে মিয়ারহাট ও ইন্দুরহাট বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে সোহাগদল শাইনিং স্টার কিন্ডার গার্টেনে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন।

মত বিনিময় সভায় সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ আলম, স্বরুপকাঠি আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট ফুয়াদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মুইদুল ইসলাম মুহিদসহ সোহাগদল ও সুটিয়াকাঠি ইউনিয়ন ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কোন দুর্নীতিবাজ, ও মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয় না। আগামী নির্বাচনে দলের হয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য নেতা কর্মীদের তিনি অনুরোধ করেন।’

ট্যাগ: Banglanewspaper নেত্রী মনোনয়ন শ. ম রেজাউল করিম