banglanewspaper

এস,এম,আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশের প্রতিবাদ ও কারামুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডায়াবেটিক মোড় থেকে বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য সাইফুর রহমান রানার নের্তৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। পরে জাহাজ মোড়ে পুলিশ মিছিলে বাঁধা দিলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মসাইফুর রহমান রানা, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা,সহ সভাপতি জহুরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, কৃষকদল সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আবু হানিফ বিপ্লব, ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে বেগম  খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসা একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

ট্যাগ: Banglanewspaper কুড়িগ্রাম খালেদা জিয়া