banglanewspaper

অার্বজনা ব্যবস্থাপনা অগোছালো ও পরীক্ষা নিরীক্ষার ল্যাবের ভেতরে ধুলোবালি পাওয়ার কারণে রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ অাদালত।

ধুধবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার অালম।

সারোয়ার অালম ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানাবলেন, ‘প্রতিষ্ঠানটির সব ধরনের মেশিন ও পরীক্ষার ল্যাব ঠিক রয়েছে। কিন্তু ল্যাবের ভেতরে কোনো এক পাশে ধুলোবালি পাওয়া গেছে। এ ছাড়াও ডায়াগনস্টিক সেন্টারটির অার্বজনা ব্যবস্থাপনা ভালো না থাকার কারণে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগ: banglanewspaper ইবনে সিনা