banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ‘থাম লুয়াং নাং নন গুহায়’ আটকে পড়া শিশুদের উদ্ধারে গিয়ে মারা গেছেন এক ডুবুরি। থাই নেভি বলছে, ওই ১২ ফুটবলার ও তাদের সহকারী কোচকে উদ্ধারে অংশ নিয়ে সাবেক ওই থাই নেভি ডাইভারের মৃত্যু হয়েছে।

তারা আরও জানিয়েছে, বৃহস্পতিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। গুহাটির ২ কিলোমিটার অভ্যন্তরে অক্সিজেন স্বল্পতার কারণেই এমন ঘটনা ঘটে। শিশুদের ওই দলটির জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে এসময় বাহিরে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন তিনি।

এর আগে, গত শনিবার (২৩ জুন) ওয়াইল্ড বোয়ার নামের এক ফুটবল দলের ওই সদস্যরা উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই এলাকায় অবস্থিত থাম লুয়াং নাং নন গুহায় প্রবেশের পর নিখোঁজ হয়। এ ঘটনার নয়দিন পর উদ্ধারকাজে যোগ দিতে আসা দুজন ব্রিটিশ ডুবুরি সোমবার (২ জুলাই) রাতে তাদের খুঁজে পান।

এরপর থেকেই তাদের উদ্ধারে কয়েক ডজন থাই নেভি সিলের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এমনকি যেকোনো উপায়ে দ্রুত শিশুদের সেখান থেকে বের করে আনতে তাদের সঙ্গে যোগ দিয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

ট্যাগ: Banglanewspaper গুহায় ফুটবলার থাই ডুবুরি