banglanewspaper

নকিয়ার বহুল প্রত্যাশিত ফ্লাগশিপ ডিভাইস নকিয়া এক্স সিক্স বাজারে আসার খবর মিললো। ১৯ জুলাই ফোনটি হংকংয়ের বাজারে আসবে। এরপর অন্যান্য দেশেও ফোনটি পাওয়া যাবে। 

নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল দাবি করছে নকিয়া এক্স সিক্স বাজারে আসলে এটি ব্যাপক সাড়া ফেলবে। এই ফোনটিতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের অ্যাকপেক্ট রেশিও ১৯:৯।

ফোনটিতে আছে ৫.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনটিকে নকিয়া বলছে বেজেল ফ্রি ডিসপ্লের ফোন।

নকিয়ার নতুন ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে থাকছে ৬ জিবি র‌্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। অন্য ভার্সনটিতে আছে ৪ জিবি র‌্যাম এবং হেলিও পি৬০ প্রসেসর।

অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতেতে কার্ল জেইস লেন্স। 

ট্যাগ: Banglanewspaper নকিয়া এক্স সিক্স