banglanewspaper

শিশু বয়সে কারাবন্দি বাবাকে দেখতে এসে দাদার সঙ্গে আজিমপুর কলোনিতে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ( ৭ জুলাই) সকালে রাজধানীর আজিমপুরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে মতিঝিল কলোনিতে সরকারি চাকরিজীবীদের জন্য বহুতল ভবন উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আজিমপুরে কলোনির ফ্ল্যাটগুলো অত্যন্ত পুরনো। আমরা মনে আছে, আমার বাবা ’৪৮ সালে গ্রেফতার ’৪৯ সাল থেকেই বন্দি ছিলেন। ১৯৪৯ গেছে, ১৯৫০ গেছে, ১৯৫১ গেছে। আর ১৯৫২ সালে যখন ভাষা আন্দোলন, আমি-কামাল; দুই ভাই-বোনকে আমার দাদা নৌকায় করে ঢাকায় নিয়ে এসেছিলেন। এই আজিমপুর কলোনিতে আমাদের দূর সম্পর্কের এক আত্মীয় ছিল। আমরা তাদের বাসায় এসে উঠেছিলাম বাবার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু দুভার্গ্য তখন দেখা হয়নি। কারণ তিনি তখন হাঙ্গার স্ট্রাইক করছিলেন। এ কারণ তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খুবই ছোট ছিলাম কিন্তু এখনো আমার সে কথাটা মনে আছে। তাছাড়া এ এলাকার সঙ্গে আমার স্মৃতি আছে। আমি আজিমপুর স্কুলের ছাত্রী। আমরা যখন ১৯৬১ সালে ধানমন্ডিতে আসি, তখন আজিমপুর স্কুলে ভর্তি হয়েছিলাম। আজিমপুর স্কুল থেকেই এসএসসি পাস করি। এ এলাকার মানুষের সাথে আমাদের একটা সম্পৃক্ততা রয়েছে।’

ট্যাগ: banglanewspaper প্রধানমন্ত্রী