banglanewspaper

প্রিয়

নীহারিকা, 

তোমার আর আমার গল্পটা যেন অন্য রকম ছিলো,

সেই দিনের আকাশে সূর্য  উঠেছিলো, আবহাওয়া ছিলো নির্মল আর শান্ত,তুমি ছিলে আমার জীবনের সঙ্গী হয়ে, আমার পাশে।

আজকের আকাশে সূর্য আছে, আছে নির্মল বাতাস আর শান্ত সব কিছু কিন্তু আজ  শুধু তুমি নেই।।

আমি আর তুমি যে পথে হেটেছিলাম সেই পথটাও একই আছে শুধু

আজ তুমি নেই পাশে।

মামা'র মুড়ির দোকানে মামা আজো আগের মত সবার কাছে মুড়ি বিক্রি করে হাসি মুখে,কিন্তু তুমি পাশে নেই বলে আমি আর মুড়ির দোকানটাতে ভিড় করি না।।

আজকের খোলা চিঠি আমার কাছে রাখলাম,জানি আর কোন দিন দেখা হলেও কথা হবে না, তুমি যেখানে আছো ভালো থেকো এই কামনা।আর তোমাকে আমি কোন দিন বিরক্ত করবো না।

কারো কাছে আমার নামে কোন নালিশ করতে হবে না,আমি ছোট, জীর্ণ দেহের অধিকারী বলে অবহেলা করনা। এই বল কোন দিন দেখা হলে দেখবে আমি কেমন পরিবর্ত হয়ে গেছি।

 

ইতি

বোকারাম

লেখক: শাফিউল কায়েস

ট্যাগ: banglanewspaper নীহারিকা