banglanewspaper

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির চাটখইর দাখিল মাদরাসার উম্মে কুলসুম (১৪) নামের ৯ম শ্রেনির এক ছাত্রী রহস্যজনক নিখোঁজের ১৯ দিনেরও সন্ধান মিলেনি। তাকে অপহরণ করা হয়েছে নাকি সেচ্ছায় পিত্রালয় থেকে আত্মগোপন রয়েছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আদমদীঘির চাটখইর গ্রামের রফিকুল ইসলাম থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

জানা যায়, আদমদীঘির চাটখইর গ্রামের রফিকুর ইসলামের মাতৃহারা মেয়ে গ্রামের মাদরাসার ৯ম শ্রেনির ছাত্রী উম্মে কুলসুম গত ২০ জুন সকাল ১০টায় তার বাবার বাড়ি থেকে নসরতপুর মামার বাড়ী যাবার কথা বলে বাড়ী থেকে বের হন।

এরপর সে মামার বাড়ী না পৌঁছে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। তার বাবা আত্মীয় স্বজন খোঁজাখুজি করেও এখনও কোন সন্ধান পাননি। কুলসুম কোথায় কেমন আছে এ চিন্তায় তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার ভাই।

ট্যাগ: Banglanewspaper আদমদীঘি