banglanewspaper

জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় সিরীয় শান্তি আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হয়।

জাতিসংঘের সিরীয় বিষয়ক কূটনীতিক স্তাফেন দে মিস্তুরা বৈঠক শেষে সংবাদ মাধ্যমগুলোকে জানান, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা শুরু হলো। জেনেভায় আমরা আলোচনা শুরু করেছি। আলোচনা চলবে।

সুইডিশ-ইটালিয়ান এই কূটনীতিক বলেন, মনে হচ্ছে আলোচনা খুব কঠিন ও জটিল হবে। কিন্তু সিরিয়ার জনগণ দীর্ঘ বেদনায়ক ঘটনার অবসানে মূর্ত কিছু দেখতে চায়।

আলোচনা কতোদিন চলবে- এমন প্রশ্নের জবাবে মিস্তুরা বলেন, সবটাই নির্ভর করছে উভয় পক্ষের ইচ্ছা ও আন্তরিকতার ওপর।

বৈঠক বিষয়ে হাই নেগোসিয়েশন কমিটির (এইচএনসি) মুখপাত্র সালেম আল মাসলেত বলেছেন, আমাদের মানবিক দাবির ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

এদিকে জাতিসংঘের ঘোষণার কয়েক ঘণ্টা পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দুর্ভিক্ষকবলিত মাদায়া, আল ফাউয়া ও কেফরায়া শহরে ত্রাণসামগ্রি ও মানবিক সহায়তা উপকরণ পাঠানোর অনুমোদন দিয়েছেন।

 

তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।

ট্যাগ: