banglanewspaper

'জিরো' ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন বলিউডের কিং খান শাহরুখ। আর তার পরই পরিবার নিয়ে ছুটি কাটাতে ইউরোপ পাড়ি দিয়েছেন তিনি। আর সেখান থেকেই নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের ছবি নিজের ও অন্যদের টাইমলাইনে শেয়ার দিচ্ছেন আর ছবিগুলো নিমেষেই হয়ে যাচ্ছে ভাইরাল।

গতকাল এমনই একটা ছবি পোস্ট হয় শাহরুখপুত্র আরিয়ানের নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। সাথে সাথে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, ছোট ভাই আব্রামের মাথার ওপর নিজের হাত রেখে দাঁড়য়ে আছেন আরিয়ান। 

ছবিটির ক্যাপশনে আরিয়ান লেখেন, কেউ আমার ভাইয়ের ওপর একটি হাত রাখে না।

ক্যাপশনটির মাধ্যমে নিজের সেন্স অব হিউমার এবং ভাইয়ের নিরাপত্তার প্রতি তাঁর নজরকে দারুণভাবে ফুটিয়ে তোলেন আরিয়ান খান। 
সূত্র : বলিউড লাইফ.কম     

ট্যাগ: banglanewspaper ভাইরাল