banglanewspaper

মহানগর নাট্যমঞ্চের যে জায়গাটিতে বিএনপির অনশন চলছে তার ঠিক উল্টোদিকে গাছের নিচে বসে কুড়িয়ে আনা পানির অনেকগুলো বোতল বস্তায় ভরছেন একজন নারী টোকাই।

কাছে গিয়ে জানতে চাইলে বলেন, ‘আইজ তো বহুত মানুষ আইছে। তাই বেশি বোতল পাইছি।’

একথা শুনে পাশে বসে থাকা একজন বৃদ্ধ নারী বলে উঠেন, ‘হ, এগো অনুষ্ঠান আর তোর কপাল খুলছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশনের কর্মসূচি চলাকালে নাট্যমঞ্চ চত্বরে এমন চিত্র দেখা যায়।

জমায়েত না হলে নাট্যমঞ্চ এলাকায় তেমন লোকজনের সমাগম হয় না। যে কারণে ভ্রাম্যমাণ হকারদেরও নানা মুখরোচক খাবার নিয়ে এখানে তেমন একটা দেখা যায় না। তবে আজকে বিএনপির কর্মসূচি থাকায় হকারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

বিএনপি নেতাকর্মীরা অনশনে আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হকারদের বিক্রিও বেড়ে গেছে। সকাল থেকে রোদের তেমন তাপ না থাকলেও ভ্যাপসা গরম শুরু হয় ১১টার দিকে বৃষ্টি হওয়ার পর থেকে। যে কারণে গরমে একটু স্বস্তি পেতে যেসব খাবার পাওয়া গেছে তাই কিনে পেট ভরেছেন অনশনে আসা নেতাকর্মীরা। এদের বেশিরভাগই বিভিন্ন ওয়ার্ড, থানা থেকে আসা কর্মী, সমর্থক।

পুরো চত্বর ঘুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের এমনটা করতে দেখা যায়নি। তবে ফাঁকে ফাঁকে কেউ অনশনস্থল থেকে বের হয়ে সিগারেট ফুঁকে আবার অনশনে যোগ দিয়েছেন।

ট্যাগ: bdnewshour24 বিএনপি