banglanewspaper

নাটোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন প্রতিকী অনশন পালন করেছে।

সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হকের নেতৃত্বে আলাইপুর বিএনপির অফিসের ভিতরে সকাল দশটায় নেতাকর্মীরা এই অনশন শুরু করে। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর সদর থানা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাসান আলী, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ। পরে বেলা বারোটার দিকে পুলিশ অনশন কর্মসুচি ভেঙ্গে দেয়।
 

ট্যাগ: banglanewspaper নাটোর