banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: আগামি ১৪ জুলাই নড়াইলে ৯৩ হাজার ২২২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার (৯ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী।  

কর্মশালার সভাপতি ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী আরো জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

নড়াইলে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৮৩৪ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮২ হাজার ৩৮৮ শিশুকে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এক হাজার ৩৯টি কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুই হাজার ৭৮ জন স্বেচ্ছাসেবক, ৪৩০জন কর্মী এবং ১৭৯জন সুপারভাইজার নিয়োজিত থাকবে। ১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচী চলবে। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ডাঃ শামীম রেজাসহ গণমাধ্যম কর্মীরা। জেলা সিভিল সার্জন অফিস এ কর্মশালার আয়োজন করে। 
 

ট্যাগ: banglanewspaper নড়াইল