banglanewspaper

শাহেদুল ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রীকে নিপীড়নের ঘটনার তদন্তে অভিযুক্ত শিক্ষক সঞ্জয় কুমারের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহাকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ।

কমিটিকে পত্র প্রত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচায় করে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্যাগ: bdnewshour24 ইবি ছাত্রী নিপীড়ন