banglanewspaper

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবলাররা বিশ্বকাপের ফাইনালের আগে উদ্ধার হলে তাদেরকে রাশিয়ায় বসে ফাইনাল ম্যাচ দেখার সুযোগ দেবে ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বাক্ষরিত এক চিঠিতে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে ১৫ জুলাই ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

থাই ফুটবল অ্যাসোসিয়েশনকে পাঠানো ওই চিঠিতে গুহায় আটকে পড়া ফুটবলার ও তাদের কোচের জন্য সমবেদনা জানানো হয়েছে।

ফিফা সভাপতি চিঠিতে লিখেছেন, ‘যদি সব কিছু আশানুরূপ হয়, আগামী দিনে যদি তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হয় এবং তাদের শরীর ভ্রমণের উপযুক্ত হয়, তবে ফিফা খুবই আনন্দিত চিত্তে তাদের মস্কোতে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে অতিথি হিসেবে চায়। আমি আন্তরিকভাবে প্রত্যাশা করছি তারা ফাইনাল দেখতে আসতে সক্ষম হবে। যা নিঃসন্দেহে কথোপকথন এবং উদযাপনে দারুণ মুহূর্ত হবে।’

ট্যাগ: banglanewspaper ফিফা