banglanewspaper

ভারত অধ্যুষিত কাশ্মীরে সকাল থেকে সেনা ও জঙ্গির মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই (এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল) জানিয়েছে, মঙ্গলবার (১০ জুলাই) সকাল সাতটার পরে সেনা ও জঙ্গির মধ্যে গোলাগুলি শুরু হয়।

সংবাদ সংস্থাটি জানায়, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে কুন্দলন এলাকায় জঙ্গি উপস্থিতি টের পেয়ে অভিযান চালায় দেশটির সেনাদল। অপরদিকে অভিযানের খবর পেয়ে কুন্দলনে অবস্থানরত জঙ্গিরা সেনাবাহিনীর উপর গুলি ছোঁড়ে। পরে সেনাবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর থেকে এখন পর্যন্ত গোলাগুলি চলছে।
 
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ: banglanewspaper গোলাগুলি