banglanewspaper

রংপুর: রংপুর নগরীর হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সর্দার বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীটির। তার নাম বেলাল হোসেন। তার বিরুদ্ধে ১৮টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রংপুর নগরীর হাজিরহাট-পাগলাপীরগামী সড়কে পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বেলালের বাড়ি রংপুর নগরীর উত্তম বেতার পাড়া মহল্লায়। তার বাবার নাম ইসহাক ওরফে আতার আলী।

পুলিশ জানিয়েছে, সড়কের মেজরের গলির তেলির ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে দেখে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ডাকাত সর্দার বেলাল। আহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য।

রংপুর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মো. মোখতারুল আলম বিষয়টি নিশ্চিত করেন বলেন, নিহত বেলালের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: বন্দুকযুদ্ধ আসামি নিহত