banglanewspaper

এস,এম,আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম: নির্বাচনে নারী নেতৃবৃন্দের ভুমিকা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুের কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রংপুর জোনের সমন্বয়ক সদরুল আমিনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, কৃষকদলের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়িকা রেশমা সুলতানা, ফ্লোরা পারভীন, রিনা বেগমসহ মহিলা দলের নেতৃবৃন্দ।

সভায় নারীদের রাজনীতিতে অংশগ্রহনে বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে সকল দলের সকলমতের মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সভায় আলোচনা হয়।

বক্তারা বলেন, যেহেতু দেশের ৫২ শতাংশ নারী তাই রাজনীতিতে নারী দের আরও সক্রিয় ভাবে অংশগ্রহন করা প্রয়োজন। একই সঙ্গে নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহনে উৎসাহ প্রদান করাও জরুরী বলে মত দেন।

ট্যাগ: Banglanewspaper কুড়িগ্রাম