banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান রবীন: মাগুরা লক্ষীকান্দর এলাকায় গতকাল রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মৃত্যুর প্রকৃত সুনির্দিষ্ট কারন ও নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি, তবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

মাগুরা সদর থানার সহকারী পরিদর্শক (এস,আই) মিরাজ জানান, গতকাল রাত ১২ টার সময় টহলরত অবস্থায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মাগুরা লক্ষীকান্দর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের রাস্তার পাশ থেকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত ক্ষত নিয়ে পড়ে থাকা অবস্থায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ কে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শরীরের বিভিন্ন স্থানে যে ক্ষতচিহ্ন রয়েছে তা দেখে প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলেই ধারনা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহের ময়না তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। 

কোন নাম পরিচয়ের সন্ধান না পাওয়াই ময়নাতদন্ত শেষে মরদেহ মাগুরা পৌর কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

ট্যাগ: Banglanewspaper মাগুরা