banglanewspaper

ফাতেমা ইসলাম

....................................................

ভাই আমার জীবনের সাথে জড়িয়ে থাকুক,

একসাথে চলার জন্য।

 

ভাই হলো বোনের শ্রেষ্ঠ আপনজন,

ভাই হলো বোনের একটি কালো হাত;

ভাই হলো বোনের একটি সাদা হাত।

  

ভাই আর বোন,  

দুই দুই মিলে হয় জীবন; 

যদি রাখা যায় মনের ভিতরে।

     

ভাই যদি গরীব হয় তবুও ভাই,

ভাই যদি ধনী হয় তবুও ভাই।

 

ভাই আমার ভাই,  

আমি তোমাদের বোন। 

ট্যাগ: Banglanewspaper ফাতেমা ইসলাম