banglanewspaper

মোস্তাফিজুর রহমান, বরগুনা: “পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে ১১ জুলাই বুধবার সকাল ১০টার সময় র‌্যালী হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে র‌্যালীটি শেষ হয়।

পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান ডা. বিজলী বালা মিত্র এ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীনসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।

ট্যাগ: Banglanewspaper পাথরঘাটা বিশ্ব জনসংখ্যা