banglanewspaper

বিশ্বনাথ রায়, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বিনামুল্যে আইনগত সহায়তা কার্যক্রম জোরদার করনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জন সচেতনামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. আখতার-উল-আলম। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইডের ভার প্রাপ্ত অফিসার ও যুগ্ন জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশিকুল খবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহামুদুল ইসলাম, যুগ্ন জেলা ও দায়রা জজ তারিখ হোসেন, আব্দুল কুদ্দুস, বিচারক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তৈয়ব আলী, উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজির হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রেস মিডিয়ার সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিরা বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম জোরদার অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

ট্যাগ: Banglanewspaper ফুলবাড়ী