banglanewspaper

অভিষেক বচ্চন যখন অমিতাভ বচ্চনের সঙ্গে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল দেখতে ব্যস্ত, সেই সময় মেয়েকে নিয়ে ডিজনিল্যান্ডে সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া দিলেন নতুন ছবি। ঐশ্বরিয়া এবং আরাধ্যার ওই ছবি এখন হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে দেখা যাচ্ছে, ডিজনিল্যান্ডের সামনে দাঁড়িয়ে আরাধ্যার সঙ্গে ছবি তুলেছেন ঐশ্বরিয়া। যেখানে মেয়ের ঠোঁটে আদরের ছোঁয়া দিতে দেখা গেছে বচ্চন বধূকে। লাল জামা পরে ছোট্ট আরাধ্যাকে লাগছিল একেবারে অন্যরকম।

ছবি তুলেই ঐশ্বর্য লেখেন, তাঁর আরাধ্যা। তাঁর ভালোবাসা। তাঁর জগত। 'ফ্যানি খান’-এর শুটিংয়ের মাঝে সময় বের করেই মেয়েকে নিয়ে ডিজনিল্যান্ডে পাড়ি দেন ঐশ্বরিয়া। ‘ফান্নে খান’-এর অনিল কাপুর এবং রাজকুমার রাও-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রাই। জিনিউজ

ট্যাগ: banglanewspaper ঐশ্বরিয়া