banglanewspaper

প্রায় দুই মাস পর ক্রিকেটে ফেরা মোস্তাফিজুর রহমানের দারুণ পারফরম্যান্স দেখা গেছে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। আনঅফিশিয়াল টেস্টের প্রথম ইনিংসে কাটার-মাস্টারের শিকার ৩ উইকেট।

অনেক দিন খেলার মধ্যে ছিলেন না মোস্তাফিজ। মে মাসে আইপিএল খেলে পায়ের চোট নিয়ে ফেরার পর একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি বাঁহাতি পেসারের। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না, বড় দৈর্ঘ্যের বাংলাদেশ ক্রিকেট লিগেও খেলেননি। আসলে বল করার মতো ফিটনেসই ছিল না তার।

১৩ জুলাই ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হওয়ার কথা মোস্তাফিজের। দীর্ঘ দিন ম্যাচ খেলার সুযোগ পাননি। তাই ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিতে ‘এ’ দলে নেওয়া হয়েছে কাটার-মাস্টারকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তরুণ বাঁহাতি পেসার। মঙ্গলবার ৪.৪ ওভার বোলিং করে নিয়েছিলেন একটি উইকেট। বুধবার ৬.২ ওভার বোলিং করে তার শিকার দুই উইকেট। বোলিং ফিগারও যথেষ্ট ভালো, ১১-১-৪৪-৩। দিনের সফলতম বোলার অবশ্য সানজামুল। তবে মোস্তাফিজের চেয়ে একটি উইকেট বেশি পেলেও তার খরচ অনেক বেশি, ১০৪ রান।

ট্যাগ: banglanewspaper মোস্তাফিজ