banglanewspaper

রিতু নুর

..............................................

আকাশের ঐ তাঁরাগুলো
মিট মিটিয়ে জ্বলে।
রাত্র হয়েছে ঘুম পেয়েছে
আমিও যাই চলে!

 

ঝিরি ঝিরি বৃষ্টি পরছে
আজ রাতে আকাশ একটু কালো
চাঁদের আলো আজ দুর নীলিমায়
 দেখা যায় না ভালো।

 

বিদায় নিবার আগে সবাইকে
একটু বলে যাই।

 

নানান রংঙের স্বপ্নের মাঝে
ভালো ঘুম সবার হওয়া চাই,
ঘুমাতে যাওয়ার আগে সবাই কিন্তুু
আল্লাহ নাম নিবে।

 

তবেই কিন্তুু রাতে তোমরা
ভালো ঘুম পাবে।

ট্যাগ: Banglanewspaper আকাশ তাঁরা