banglanewspaper

শাফিউল কায়েস

........................................................

 

আমি বলছি না তুমি ফিরে আসো

শুধু মন থেকে নিরীক্ষণ করে দেখো একবার

দোষ আমার ছিলো বেশি না তোমার?

 

হয়তো, বলবে বেলা শেষে 

তুমি কেন আমার জন্য পাগলের মত এখনো অপেক্ষা করছো?

এর উত্তর জানা নেই,সে উত্তর একমাত্র তোমারই জানা।

ট্যাগ: Banglanewspaper শাফিউল কায়েস