banglanewspaper

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ‌বি) সোহরাওয়ার্দী হ‌লের ১৫১নং রু‌মে গাঁজা সেব‌নের সময় পাঁচ শিক্ষার্থী‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে।

আজ বৃহস্প‌তিবার দুপুর দেড়টার দি‌কে তা‌দের আটক করা হয়।

আটকরা হলেন— বিশ্ববিদ্যাল‌য়ের বাংলা বিভা‌গের ২০১৪-১৫ শিক্ষাব‌র্ষের শিক্ষার্থী আব্দুল্লা আল তান‌জিদ ও এনামুল হাসান খান, অর্থনী‌তি বিভা‌গের ২০১৫-১৬ শিক্ষাব‌র্ষের র‌বিউল ইসলাম, আই ই আর বিভাগের ২০১৪-১৫ শিক্ষাব‌র্ষের সুমন ত্রিপুরা এবং ফা‌র্সি ভাষা ও সা‌হিত্য বিভা‌গের ২০১৪-১৫ শিক্ষাব‌র্ষের ছাত্র ম‌হিউ‌দ্দিন আমান উল্লা সা‌কিন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লি‌শের সহ‌যো‌গিতায় সোহরাওয়ার্দী হ‌লে অভিযান চা‌লি‌য়ে তা‌দের আটক করা হয়। প‌রে তা‌দের‌কে হাটহাজারী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তা‌দের বিরু‌দ্ধে একা‌ডে‌মিক ব্যবস্থাও নেয়া হ‌বে।

ট্যাগ: banglanewspaper গাঁজা