banglanewspaper

২০১১ সালে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব মিলন হেলথ’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এক-তৃতীয়াংশ নারী তৃপ্তিদায়ক যৌনকর্মের পরও বিষণ্নতায় ভোগেন। তারা কাঁন্নার পেছনে বেশ সময় ব্যয় করেন এমনকি সেক্সের আগেও অনেক নারী আবেগাপ্লুত হয়ে পড়েন।

সেক্সের কথা এলে পুরুষরাই অনেক বেশি স্বার্থপর হয়ে যায়। পুরুষরা সেক্সের সময় নিজেদের অধিপত্য বজায় রাখতে গিয়ে মহিলাদের কী সমস্যা হচ্ছে বা হচ্ছে না, সে ব্যাপারে একদম খেয়াল রাখে না। যাকে অনেকে মেল ইগোর সঙ্গেও তুলনা করছেন।

পুরুষ এবং নারী যখন একে অপরের সঙ্গে মিলিত হয় তখন তাঁদের অনুভূতি আরও গভীর হয়। 
২৮ বছর বয়সী লরা নামের এক নারী জানান যে, ‘সঙ্গী তাকে জড়িয়ে ধরার পরই তিনি কেঁদে ফেলেছিলেন। অনেক সময় এ অবস্থা কয়েক ঘণ্টা ধরে স্থায়ী হতে পারে। অনেক সময় সেক্সের পর রাতে ঘুমিয়ে সকালে ওঠার পরও মনে হয়, মনটা খারাপ হয়ে আছে।’

২৫ বছর বয়সী সোফি জানান, ‘সেক্সের পর প্রায়ই আমি কাঁদি। আমার কাছে মনে হয়, হয়তো এ অবস্থা কাটিয়ে ওঠার জন্যে দেহে অনেক বেশি হরমোনের প্রয়োজন।’

বিশেষজ্ঞ ড. পেট্রা বয়নটন জানান, ‘যৌনতার পর দুঃখবোধ হওয়া বা বিষণ্ন হয়ে পড়ার বিষয়টি অনেকগুলো কারণের ওপর নির্ভর করতে পারে। নানা ধরনের আবেগ নানাভাবে প্রভাবশালী হয়ে ওঠে।’

এমনকি ছেলেরাও কাঁদতে পারেন। ৩১ বছর বয়সী চার্লি জানান, জীবনে প্রথমবার সেক্স করার পর প্রচুর কেঁদেছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম।

সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ জেন ডে বলেন, নানা স্বাদ ও গন্ধ হয়ে জীবনে আসে সেক্স। খুব আবেগের সঙ্গে, ধীর লয়ে ও গভীর অনুভূতি নিয়ে যৌনতার পর এমনিতেই মনটা ভার হয়ে থাকতে পারে।

ট্যাগ: Banglanewspaper সেক্সের সময় মেয়েরা কাঁদে কেন?