banglanewspaper

জাকের পার্টির ৩য় জাতীয় কাউন্সিল আগামী ২৬ জুলাই। রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন শুরু হবে দুপুর ১২ টায়।

এ কাউন্সিল ঘিরে সারা দেশ থেকে উৎসবমুখর আবহে ৫০ হাজারের অধিক ডেলিগেটসহ লাখো শান্তিকামী মানুষ সমবেত হবেন।

গনতন্ত্রের সুদৃঢ় ভিত্তি, প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধে উতসারিত আদর্শের আলোকে বহু সাম্প্রদায়িক সম্প্রীতি তথা সকল ধর্ম, বর্ণ, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে প্রকৃত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা এবংজাতীয় অগ্রগতির ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় সঞ্চারই হবে এবারের জাতীয় কাউন্সিলের মূল সুর।

ট্যাগ: banglanewspaper জাকের পার্টি