banglanewspaper

জুলফিকার আলী ভূট্টো, নীলফামারী: নিখোঁজ হওয়ার ২০ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রায়হানের(১২)। ছাত্রটি নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

সন্তানকে খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন আতঙ্ক ও হতাশায় ভুগছে।

পরিবারের লোকজন জানায়, ছেলেকে কোরআনের হাফেজ বানাতে রায়হানকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের টেপুপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করে দেয়া হয়। সে সেখানকার আবাসিক ছাত্র হিসাবে ছিল। ২৫জুন সকাল ১১টার দিকে সে মাদ্রাসা হতেই নিখোঁজ হয়। সেই হতে তার আর কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

নিখোঁজ রায়হানের বাবা জানান, এ ঘটনায় তিনি ডোমার থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। ডোমার থানার ওসি মোখছেদ আলী জানান নিখোঁজ রায়হানকে উদ্ধারের চেস্টা চলছে।

ট্যাগ: Banglanewspaper মাদ্রাসা